ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

  • আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এসব আলোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানালেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই এবং বিয়ের আগ পর্যন্ত তার সম্পর্ক নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই।

যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের অর্থ নিয়ে নিজের ভাবনার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। যেকোনো নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, আর সেই সম্পর্কেও ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা প্রতারণার মতো বিষয় দেখা দিতে পারে।

ভাবনা বলেন, ‘আমরা ধরে নিই শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান বা বিচ্ছেদ হয়। কিন্তু আসলে সব ধরনের সম্পর্কেই এসব থাকতে পারে।’

তিনি আরো যোগ করেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়।

এখন প্রশ্ন হতে পারে—সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।
ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা।

সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই ফিল্মে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছেন ভাবনা, যা শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

ওআ/আপ্র/২৫/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন না মালিকরা: প্রেস সচিব

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিনোদন প্রতিবেদক: প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এসব আলোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানালেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই এবং বিয়ের আগ পর্যন্ত তার সম্পর্ক নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই।

যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের অর্থ নিয়ে নিজের ভাবনার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। যেকোনো নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, আর সেই সম্পর্কেও ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা প্রতারণার মতো বিষয় দেখা দিতে পারে।

ভাবনা বলেন, ‘আমরা ধরে নিই শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান বা বিচ্ছেদ হয়। কিন্তু আসলে সব ধরনের সম্পর্কেই এসব থাকতে পারে।’

তিনি আরো যোগ করেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়।

এখন প্রশ্ন হতে পারে—সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।
ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা।

সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই ফিল্মে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছেন ভাবনা, যা শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

ওআ/আপ্র/২৫/১/২০২৬