বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের অল্প সময়েই নিজের কাজ দিয়ে দর্শকের নজর কেড়ে নিয়েছেন। কাজ করছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতাদের বিপরীতে। সিনেমায়ও দেখা গেছে তাকে।
স্যোশাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব এই তারকা। শুক্রবার (২৪ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, প্রেমে পড়ার মুহূর্তটা খুব সুন্দর হয়। তার এই পোস্টের পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে জানতে চেয়েছেন কার প্রেমে পড়েছেন এই অভিনেত্রী।
একজন নেটিজেন মজা করে লিখেছেন, প্রেমে পড়লেন নাকি আবার আপু। আরেক জন লিখেছেন, আপু কার প্রেমে পড়েছেন। বেশির ভাগ নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে কার প্রেমে পড়েছেন কেয়া পায়েল। তবে অনেকে এইসব মন্তব্য করলেও জবাবে ইমোজি প্রতীক ছাড়া কোনো জবাব দেননি কেয়া পায়েল।
ওআ/আপ্র/২৪/১০/২০২৫


























