ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

প্রেমের গুঞ্জন মাথায় নিয়ে ফের জুটি বাঁধবেন সারা-কার্তিক

  • আপডেট সময় : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ‘লাভ আজ কাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন তারা। সিনেমাটির শুটিং শুরুর পরই কার্তিক-সারাকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়। প্রথমে প্রেম, তারপর বিচ্ছেদ, দূরত্ব, বিরহ। কয়েক বছর পর ফের জমে উঠে এ যুগলের প্রেম! যদিও তারা এ সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছেন। এবার প্রেমের গুঞ্জন মাথায় নিয়েই নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন কার্তিক-সারা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা যাবে তাদের। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘ভুল ভুলাইয়া’ ফ্যাঞ্চাইজি ভুষণ কুমার ও কার্তিক আরিয়ানের অনেক প্রিয়। তারা এ সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণের জন্য কাজ করছেন। চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য তারা মরিয়া হয়ে কাজ করছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন।’’ কার্তিক-সারার জুটি বাঁধার বিষয়ে সূত্রটি বলেন, ‘‘কার্তিক-সারা আলী খান খুব ভালো বন্ধু। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার মাধ্যমে তারা তাদের বন্ধুত্বকে আরো সামনে এগিয়ে নিতে চাইছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর তাদের কাস্টিংয়ের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’’ ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শন নির্মাণ করেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। এতে অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ। দীর্ঘ বিরতি নিয়ে প্রযোজক সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেন আনিস আজমি। অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি। দুটো সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে ঢাকায় অনেক ভবনে ফাটল, আসবাবপত্র ক্ষয়ক্ষতি

প্রেমের গুঞ্জন মাথায় নিয়ে ফের জুটি বাঁধবেন সারা-কার্তিক

আপডেট সময় : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ‘লাভ আজ কাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন তারা। সিনেমাটির শুটিং শুরুর পরই কার্তিক-সারাকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়। প্রথমে প্রেম, তারপর বিচ্ছেদ, দূরত্ব, বিরহ। কয়েক বছর পর ফের জমে উঠে এ যুগলের প্রেম! যদিও তারা এ সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছেন। এবার প্রেমের গুঞ্জন মাথায় নিয়েই নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন কার্তিক-সারা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা যাবে তাদের। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘ভুল ভুলাইয়া’ ফ্যাঞ্চাইজি ভুষণ কুমার ও কার্তিক আরিয়ানের অনেক প্রিয়। তারা এ সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণের জন্য কাজ করছেন। চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য তারা মরিয়া হয়ে কাজ করছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন।’’ কার্তিক-সারার জুটি বাঁধার বিষয়ে সূত্রটি বলেন, ‘‘কার্তিক-সারা আলী খান খুব ভালো বন্ধু। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার মাধ্যমে তারা তাদের বন্ধুত্বকে আরো সামনে এগিয়ে নিতে চাইছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর তাদের কাস্টিংয়ের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’’ ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শন নির্মাণ করেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। এতে অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ। দীর্ঘ বিরতি নিয়ে প্রযোজক সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেন আনিস আজমি। অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি। দুটো সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলে।