ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন আমিশা

  • আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল প্যাটেলের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ওঠে। আমিশা প্যাটেল বলেন, ‘এটা খুবই অদ্ভুত। ফয়সাল ও আমার মধ্যে বন্ধুত্ব অনেক আগে থেকে। পরস্পরকে অনেক বছর ধরে জানি। মেসেজটিতে আমাদের মধ্যে ঠাট্টা ছিল। এর বেশি কিছুই না। আমি এখনো একা এবং এতেই খুশি। এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। আর ফয়সাল ঠাট্টা করতে পছন্দ করে।’
প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল। এর আগে আমিশা মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফয়সালের জন্মদিন উপলক্ষে কিছু ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘প্রিয় ফয়সাল, শুভ জন্মদিন। তোমাকে ভালোবাসি। নতুন বছর অনেক ভালো কাটুক।’ এর পরিপ্রেক্ষিতে ফয়সাল লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে সবার সামনে প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমাকে বিয়ে করবে?’ এরপরই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। যদিও ফয়সাল পরবর্তী সময়ে তার টুইটটি মুছে ফেলেন। টুইট মুছে ফেলার বিষয়ে আমিশা বলেন, ‘আমি ফয়সালকে বলেছিলাম, টুইটটি মুছে ফেলা ঠিক হবে না। আমার মতো করে উত্তর দিয়ে দিবো। কিন্তু সে জানায়, ইতোমধ্যে বিভিন্ন জনের কাছ থেকে ফোন পেতে শুরু করেছে। পাবলিক ফিগার হলে এমনই হয়। আমরা প্রকাশ্যে ঠাট্টাও করতে পারি না।’ সিনেমায় খুব একটা নিয়মিত নন আমিশা প্যাটেল। সর্বশেষ ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় তাকে দেখা গেছে। ‘গাদার: এক প্রেম কথা’-এর সিক্যুয়েলসহ কয়েকটি সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন আমিশা

আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল প্যাটেলের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ওঠে। আমিশা প্যাটেল বলেন, ‘এটা খুবই অদ্ভুত। ফয়সাল ও আমার মধ্যে বন্ধুত্ব অনেক আগে থেকে। পরস্পরকে অনেক বছর ধরে জানি। মেসেজটিতে আমাদের মধ্যে ঠাট্টা ছিল। এর বেশি কিছুই না। আমি এখনো একা এবং এতেই খুশি। এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। আর ফয়সাল ঠাট্টা করতে পছন্দ করে।’
প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল। এর আগে আমিশা মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফয়সালের জন্মদিন উপলক্ষে কিছু ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘প্রিয় ফয়সাল, শুভ জন্মদিন। তোমাকে ভালোবাসি। নতুন বছর অনেক ভালো কাটুক।’ এর পরিপ্রেক্ষিতে ফয়সাল লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে সবার সামনে প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমাকে বিয়ে করবে?’ এরপরই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। যদিও ফয়সাল পরবর্তী সময়ে তার টুইটটি মুছে ফেলেন। টুইট মুছে ফেলার বিষয়ে আমিশা বলেন, ‘আমি ফয়সালকে বলেছিলাম, টুইটটি মুছে ফেলা ঠিক হবে না। আমার মতো করে উত্তর দিয়ে দিবো। কিন্তু সে জানায়, ইতোমধ্যে বিভিন্ন জনের কাছ থেকে ফোন পেতে শুরু করেছে। পাবলিক ফিগার হলে এমনই হয়। আমরা প্রকাশ্যে ঠাট্টাও করতে পারি না।’ সিনেমায় খুব একটা নিয়মিত নন আমিশা প্যাটেল। সর্বশেষ ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় তাকে দেখা গেছে। ‘গাদার: এক প্রেম কথা’-এর সিক্যুয়েলসহ কয়েকটি সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।