প্রত্যাশা ডেস্ক: প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে, ঠেকাতে পারছিলেন না কোনোভাবেই। যেন বাধ্য হয়েই টাওয়ারের মাথায় উঠে এর প্রতিবাদ করা শুরু করলেন এক তরুণ। একে ‘শোলে’ চিত্রনাট্যের বাস্তব রূপ বলাই যেতে পারে।
ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের সম্প্রতি এ ঘটনা ঘটে বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, বিশাল এক বিদ্যুতের খুঁটির ওপর চড়েছেন এক তরুণ। এই ঘটনাটি সুপারহিট বলিউড ছবি ‘শোলে’র একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। যেখানে বীরুরূপী ধর্মেন্দ্র তাঁর প্রেমিকাকে বিয়ে করার বাসনায় জলের ট্যাঙ্কে উঠে পড়েছিল।
একইভাবে তাঁর প্রেমিকা অন্য কাউকে বিয়ে করছে জানতে পেরে ওই যুবক চরম পদক্ষেপ করেন। বিদ্যুতের খুঁটিতে উঠে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন টাওয়ারের মাথায়। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। খুঁটি থেকে নেমে আসার জন্য বার বার অনুরোধ করা হয় তাঁকে।
প্রতিবেদন বলছে, তরুণ টাওয়ারে উঠে ওপর থেকে চিৎকার করতে শুরু করেন। তাঁর দাবি ছিল, তাঁর প্রেমিকাকে বিয়ে করার অনুমতি দেওয়া হোক। তিনি বার বার বলছিলেন, তাঁর ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত নীচে নামবেন না।
এই ‘হাই ভোল্টেজ’ নাটকটি কিছু ক্ষণ ধরে চলতে থাকে এবং গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশ এসে তরুণকে উদ্ধার করেন।
ওআ/আপ্র/২৬/০৯/২০২৫