ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রেমবাজ’-এ জুটি বাঁধলেন শাহতাজ-আলভী

  • আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : র্তমান সময়ের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। সম্প্রতি এই অভিনেতা জুটি বেঁধে অভিনয় করলেন শাহতাজ মুনিরা হাশেমের সঙ্গে। তাদের নিয়ে রোমান্টিক গল্পের ‘প্রেমবাজ’ নামের নাটক নির্মাণ করেছেন রিদম খান শাহীন।
জানা যায়, ইতোমধ্যেই রাজধানীর উত্তরা ও এর আশে পাশের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে এডিটিংয়ের কাছ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকটির গল্প রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। সময়োপযোগী রোমান্টিক গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে ‘প্রেমবাজ’। তবে আমার এ নাটকে গতানুগতিক গল্পের বাইরে নতুনত্ব খুঁজে পাবে দর্শকরা। যাহের আলভী ও শাহতাজ ছাড়াও নাটকটির বিশেষ চরিত্রে রয়েছেন- ফাখরুল বাশার মাসুম, জিয়াউল হাসান কিসলু ও মিলি বাশার। এর বাইরেও অনান্য চরিত্রে রয়েছেন তানিয়া আক্তার হৃদি, সাহস রিজ, নোফা, জিদান সরকার, তযরা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায়, ‘প্রেমবাজ’ নাটকটি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শিগগিরই প্রচারিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

প্রেমবাজ’-এ জুটি বাঁধলেন শাহতাজ-আলভী

আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : র্তমান সময়ের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। সম্প্রতি এই অভিনেতা জুটি বেঁধে অভিনয় করলেন শাহতাজ মুনিরা হাশেমের সঙ্গে। তাদের নিয়ে রোমান্টিক গল্পের ‘প্রেমবাজ’ নামের নাটক নির্মাণ করেছেন রিদম খান শাহীন।
জানা যায়, ইতোমধ্যেই রাজধানীর উত্তরা ও এর আশে পাশের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে এডিটিংয়ের কাছ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকটির গল্প রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। সময়োপযোগী রোমান্টিক গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে ‘প্রেমবাজ’। তবে আমার এ নাটকে গতানুগতিক গল্পের বাইরে নতুনত্ব খুঁজে পাবে দর্শকরা। যাহের আলভী ও শাহতাজ ছাড়াও নাটকটির বিশেষ চরিত্রে রয়েছেন- ফাখরুল বাশার মাসুম, জিয়াউল হাসান কিসলু ও মিলি বাশার। এর বাইরেও অনান্য চরিত্রে রয়েছেন তানিয়া আক্তার হৃদি, সাহস রিজ, নোফা, জিদান সরকার, তযরা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায়, ‘প্রেমবাজ’ নাটকটি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শিগগিরই প্রচারিত হবে।