ক্রীড়া ডেস্ক : তথ্য বোমা ফাটিয়ে আলোচনায় এখন একটি নাম-ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে তার ফেরাটা যে সুখের হয়নি, তা পুরোপুরি প্রতিষ্ঠিত। সেই বিতর্কের মাঝে বিশ্বকাপ প্রস্তুতিতে গতকাল মাঠে নামছে পর্তুগাল। যদিও সেখানে খেলা হচ্ছে না মূল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গতকাল রাতে মাঠে নামবে পর্তুগিজরা। দলীয় সূত্র জানাচ্ছে, পেটের পীড়ায় রোনালদো এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। বুধবার অসুস্থতায় অনুশীলনেও যোগ দেননি। আগের দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন যদিও। পর্তুগিজ কোচ ফার্নান্ডো সান্তোস জানিয়েছেন, ‘রোনালদোর গ্যাস্ট্রাইটিসের সমস্যা। তাই শেষদিন অনুশীলন করেনি। এমন সমস্যা খেলোয়াড়দের ওপর খুব প্রভাব ফেলে। এই সময় প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়, দুর্বলতা দেখা দেয়। তাই এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’ অবশ্য চলমান বিতর্কে রোনালদোর এই অসুস্থতা নিয়ে অনেকের মনে সংশয়ও দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচকে প্রশ্ন করা হয়- এটা অসুস্থতা নাকি কোনো অজুহাত। জবাবে সান্তোস বলেছেন, ‘দেখুন অন্য কোন খেলোয়াড় হলে আমরা সংশয় রাখতাম। কিন্তু রোনালদোর সত্যিকার অর্থেই পেটে সমস্যা হয়েছে। সে খেলার মতো অবস্থায় নেই।’


























