বিনোদন ডেস্ক : গত বছর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। প্রার্থীও হয়েছিলেন। যদিও জিততে পারেননি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী। সেই সায়নীর সঙ্গেই সোমবার একই গাড়িতে দেখা যায় আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।
এদিন একসঙ্গে সমাজ সেবার কাজে বেরিয়েছিলেন দুই নায়িকা। একই গাড়িতে গিয়েছিলেন হুগলি। রাজ্য যুব তৃণমূল সভানেত্রীর সঙ্গে সমাজ সেবার কাজে! সেখান থেকেই প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা সরকার কি তবে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে যোগ দিতে চলেছেন?
যদিও এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ এক সূত্র। তার দাবি, সায়নীর সঙ্গে কোনো সরকারি কাজে যাননি প্রিয়াঙ্কা। বেসরকারি উদ্যোগে হুগলির এক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছে। সেটির উদ্বোধনে গিয়েছিলেন দুই নায়িকা।
এদিকে, হুগলি যাওয়ার দিন সায়নী তার ইনস্টাগ্রামে লেখেন, ‘দুর্ঘটনা থেকে সদ্য ফিট হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। হইচই প্ল্যাটফর্মের ‘মহাভারত মার্ডারস’ সিরিজের শ্যুটিংয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। রাস্তায় চলছিল শুটিং। প্রিয়াঙ্কার সঙ্গে শুটিং করছিলেন অর্জুন চক্রবর্তী।’
‘সেখানেই আচমকা ঢুকে পড়ে একটি বাইক, যেটি সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কাকে। পায়ের হাড় ভেঙে যায় নায়িকার। এরপর বাইপাসের ধারে একটি হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচার হয়। এরপর তিনমাস বাড়িতেই ছিলেন প্রিয়াঙ্কা। তিনমাস পর আজ বাড়ি থেকে বেরোলেন।’
প্রিয়াঙ্কা কি তৃণমূলে ভিড়ছেন? প্রশ্ন চারিদিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ