ক্রীড়া ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বর্জনের ডাক দিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি দলটির বেশিরভাগ ক্রিকেটার। পারিশ্রমিক সমস্যার সমাধান চেয়ে বিসিবির প্রধান নির্বাহী বরাবর চিঠি দিয়েছেন তারা। লিগের ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে পারটেক্স। মাঠের পারফরম্যান্সের মতো মাঠের বাইরেও টালমাটাল অবস্থায় দলটি। সাব্বির রহমান, মুক্তার আলিসহ বেশিরভাগ ক্রিকেটারের অভিযোগ, তিন-চারজন ছাড়া বাকিরা এখনও ১৫-২০ শতাংশের বেশি পারিশ্রমিক পাননি। ঈদের বিরতির আগেও পারিশ্রমিকের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। তখন কয়েকজনকে কিছু টাকা দেওয়া হলেও বেশিরভাগ ক্রিকেটার তা পাননি বলেই অভিযোগ তাদের।
ঈদের ছুটির পর এক ম্যাচ খেলে ফেললেও সমস্যা সমাধানের অগ্রগতি দেখেননি তারা। বারবার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করেনি ক্লাব কর্তৃপক্ষ। তাই বুধবার সকালে অনুশীলন করতে মাঠে নামেননি পারটেক্সের ক্রিকেটাররা। জিম সেশনের পর নিজেদের বৈঠকে তারা বিসিবির সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নেন।
দুপুরে মুক্তার ও সাব্বিরের নেতৃত্বে দলের ১৭ জন ক্রিকেটারের সাক্ষর সম্বলিত একটি চিঠি নিয়ে বিসিবিতে যান পারটেক্সের ক্রিকেটাররা। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি তখন বিসিবিতে না থাকায় ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীনের সঙ্গে দেখা করে পারিশ্রমিকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুক্তার বলেন, পারিশ্রমিক সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবারের ম্যাচ খেলবেন না তারা।
“পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।” “এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’ “বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পারটেক্সের খেলা। কিন্তু পারিশ্রমিক সমস্যায় এখন মূল ক্রিকেটারদের ছাড়াই হয়তো খেলতে হবে অবনমন অঞ্চলে ঘুরতে থাকা দলটির।
কিপার-ব্যাটসম্যান জয়রাজ শেখ বললেন, নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে অন্যদের নিয়ে খেলার জন্য দল সাজাচ্ছে পারটেক্স। “রমজান মাসে এত গরমের মধ্যে খেলেছি আমরা। টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে অভিযোগ করার হুমকি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজকে সিসিডিএমে চিঠি দিতে গিয়ে দেখি নতুন ক্রিকেটার নিবন্ধন করাচ্ছে তারা। আগামীকালের ম্যাচে কারা খেলে, সেটি দেখলেই বুঝতে পারবেন এই দলের মধ্যে আরও সমস্যা আছে।” সিসিডিএমে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার নতুন তিনজন ক্রিকেটারকে দলে নিয়েছে পারটেক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে পারটেক্স ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেনের দাবি, ৬০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছেন তারা। “আমরা এরই মধ্যে ক্রিকেটারদের ৬০ শতাংশ টাকা দিয়েছি। সামনের কিছু দিনের মধ্যে আরও ২০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হবে, বলেছি তাদের।
কিন্তু টুর্নামেন্ট শেষ দিকে চলে আসায় তারা হয়তো আশ্বস্ত হতে পারছে না। তবে আমরা সবাইকে সব টাকা দিয়ে দেব।” ক্রিকেটারদের ম্যাচ বয়কটের ডাকের মাঝেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিমকে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর পরিকল্পনা সাজাতে দেখা গেছে। মুক্তার, সাব্বিররা চিঠি নিয়ে প্রধান নির্বাহীর কাছে যাওয়ার সময় বিসিবির কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে আদিল বিন সিদ্দিক, আহরার আমিন, আশরাফুল ইসলামদের বৃহস্পতিবারের ম্যাচের জন্য তৈরি থাকার কথা বলেন কোচ।