ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রিমিয়ার লিগের টিকেট পেল বার্নলি ও লিডস

  • আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। তাদের এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার পরের মৌসুমে খেলার টিকেট পেয়েছে লিডস ইউনাইটেডও। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় শেফিল্ডকে সোমবার ২-১ গোলে হারায় বার্নলি। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ খেলে ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এদিনই বার্নলি ম্যাচের আগে স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় লিডস। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা। চ্যাম্পিয়নশিপে বাকি আছে দুটি করে রাউন্ড। বার্নলি ও লিডসের প্রথম দুই স্থানে থেকে মৌসুম শেষ করতে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের বিপক্ষে হার এড়াতে হতো বার্নলির। ৪৪ ম্যাচে ৮৬ পয়েন্ট প্রিমিয়ার লিগের গত মৌসুমে খেলা শেফিল্ডের। প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলেছিল বার্নলিও।

সেবার ২৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে অবনমন হয়েছিল তাদের। ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল শেফিল্ড। আর দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছে লিডস। ২০২২-২৩ মৌসুমে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছিল তারা। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের। ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা ইপ্সউইচ টাউনও আছে এই শঙ্কায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার লিগের টিকেট পেল বার্নলি ও লিডস

আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। তাদের এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার পরের মৌসুমে খেলার টিকেট পেয়েছে লিডস ইউনাইটেডও। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় শেফিল্ডকে সোমবার ২-১ গোলে হারায় বার্নলি। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ খেলে ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এদিনই বার্নলি ম্যাচের আগে স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় লিডস। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা। চ্যাম্পিয়নশিপে বাকি আছে দুটি করে রাউন্ড। বার্নলি ও লিডসের প্রথম দুই স্থানে থেকে মৌসুম শেষ করতে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের বিপক্ষে হার এড়াতে হতো বার্নলির। ৪৪ ম্যাচে ৮৬ পয়েন্ট প্রিমিয়ার লিগের গত মৌসুমে খেলা শেফিল্ডের। প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলেছিল বার্নলিও।

সেবার ২৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে অবনমন হয়েছিল তাদের। ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল শেফিল্ড। আর দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছে লিডস। ২০২২-২৩ মৌসুমে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছিল তারা। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের। ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা ইপ্সউইচ টাউনও আছে এই শঙ্কায়।