অর্থ-বাণিজ্য ডেস্ক : স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ভিত্তিক একাডেমিক গেমস ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ প্রচারের জন্য চুক্তি সই করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও শিক্ষাঙ্গন ডটকম। সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এবং প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইডিইএ প্রোজেক্টের প্রোজেক্ট ডিরেক্টর মো.আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লিউশন বিভাগের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার। শিক্ষাঙ্গন ডটকম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল ইসলাম চৌধুরীর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।