বিনোদন প্রতিবেদক : ইফতেখার শুভ পরিচালিত প্রথম সিনেমা ‘মুখোশ’। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আজ শুক্রবার। সিনেমাটি দেশব্যাপী ৩৮ সিনেমা হলে চলেবে। মুক্তির আগে বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল এর প্রিমিয়ার শো।
সেখানে সিনেমাটির পরিচালক ইফতেখার শুভর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
ছবি প্রদর্শনী শেষে মোশাররফ করিম বলেন, ‘এই সিনেমাতে অভিনয় করে আমি তৃপ্ত ও আনন্দিত। আমার মনে হয় দর্শকরাও দেখে আনন্দিত হবেন। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী মানুষ। আশা করছি ‘মুখোশ’ সিনেমাটি সব দর্শকের ভালো লাগবে।’
পরীমনি বলেন, ‘আমার প্রতি সিনেমার মুক্তির সময় মনে হয় প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। ‘মুখোশ’র বেলাতেও তাই মনে হচ্ছে। টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, কিন্তু অভিষেকও তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
‘মুখোশ’র পরিচালক ও প্রযোজক ইফতেখার শুভ বলেন, ‘শেষ পর্যন্ত বাধা পেরিয়ে আমার প্রথম সিনেমা মুখোশ মুক্তি দিতে পারছি। করোনার কারণে এতোদিন মুক্তি দিতে পারিনি। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখবেন। দর্শকের কাছে আমার অনুরোধ তাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাদের জানাবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন প্রিমিয়ারে যারা ছিলেন সবাই প্রশংসা করছেন ছবিটির। এটা বেশ ভালো লাগছে। ‘মুখোশ’ সিনেমার জন্য পর্দার সামনে ও পেছনে যারা কাজ করেছেন সেসকল শিল্পী ও কলাকুশলীদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাদের জন্য আমার স্বপ্ন সত্যি করতে পেরেছি।’
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় সরকারি অনুদানে ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
‘মুখোশ’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সংগীতায়োজন ইমন চৌধুরীর।
প্রিমিয়ারে প্রশংসা পেল ‘মুখোশ’, মুক্তি পাচ্ছে আজ
ট্যাগস :
প্রিমিয়ারে প্রশংসা পেল ‘মুখোশ’
জনপ্রিয় সংবাদ