ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, দুই সপ্তাহ আগে দলবদল

  • আপডেট সময় : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিপিএল শুরুরও অন্তত তিন-চার মাস আগেই ভেতরে ভেতরে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের প্রস্তুতি। প্রায় দলই নিজেদের ঘর গুছিয়ে ফেলেছে। তবে আনুষ্ঠানিকতা এখনও বাকি। সেই আনুষ্ঠানিক দলবদল অনুষ্ঠান আর প্রিমিয়ার ক্রিকেট লিগের দিন-তারিখও এবার চূড়ান্ত হলো। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ শুরু হবে এবারের প্রিমিয়ার লিগের দলবদল। দুইদিনব্যাপি এ দলবদল চলবে ২ মার্চ পর্যন্ত। তার ঠিক ১৩ দিন পর শুরু হয়ে যাবে মাঠের লড়াই। আগামী ১৫ মার্চ মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। শনিবার বিকেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জাগো নিউজকে এই তথ্য জানান।
আগেরবারের মতো এবারও প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। সিসিডিএম সদস্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এবার প্রিমিয়ার লিগ হবে ৪ মাঠে। হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়াম তো প্রধান ভেন্যু হিসেবে থাকবেই, সঙ্গে বিকেএসপির দুই মাঠ (৩ ও ৪ নম্বর) ব্যবহৃত হবে নিয়মিত। এর পাশাপাশি আয়ারল্যান্ডের সাথে জাতীয় দলের সিরিজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবার প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে এবং ভালো খেলায় অনুপ্রাণিত করতে এবার সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বাধিক উইকেটশিকারি ও লিগ সেরা পারফরমারকেও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হবে। লিগসেরা পারফরমার এবং সর্বোচ্চ স্কোরার ও সর্বাধিক উইকেটশিকারির জন্য থাকবে নগদ ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচকে দেওয়া হবে ১০ হাজার টাকা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, দুই সপ্তাহ আগে দলবদল

আপডেট সময় : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : বিপিএল শুরুরও অন্তত তিন-চার মাস আগেই ভেতরে ভেতরে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের প্রস্তুতি। প্রায় দলই নিজেদের ঘর গুছিয়ে ফেলেছে। তবে আনুষ্ঠানিকতা এখনও বাকি। সেই আনুষ্ঠানিক দলবদল অনুষ্ঠান আর প্রিমিয়ার ক্রিকেট লিগের দিন-তারিখও এবার চূড়ান্ত হলো। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ শুরু হবে এবারের প্রিমিয়ার লিগের দলবদল। দুইদিনব্যাপি এ দলবদল চলবে ২ মার্চ পর্যন্ত। তার ঠিক ১৩ দিন পর শুরু হয়ে যাবে মাঠের লড়াই। আগামী ১৫ মার্চ মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। শনিবার বিকেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জাগো নিউজকে এই তথ্য জানান।
আগেরবারের মতো এবারও প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। সিসিডিএম সদস্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এবার প্রিমিয়ার লিগ হবে ৪ মাঠে। হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়াম তো প্রধান ভেন্যু হিসেবে থাকবেই, সঙ্গে বিকেএসপির দুই মাঠ (৩ ও ৪ নম্বর) ব্যবহৃত হবে নিয়মিত। এর পাশাপাশি আয়ারল্যান্ডের সাথে জাতীয় দলের সিরিজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবার প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে এবং ভালো খেলায় অনুপ্রাণিত করতে এবার সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বাধিক উইকেটশিকারি ও লিগ সেরা পারফরমারকেও নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হবে। লিগসেরা পারফরমার এবং সর্বোচ্চ স্কোরার ও সর্বাধিক উইকেটশিকারির জন্য থাকবে নগদ ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচকে দেওয়া হবে ১০ হাজার টাকা।