ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

প্রিজনভ্যানে হামলা: বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

  • আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলায় ১৮ আসামিকে আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ুন কবির। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১২ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, ছয় আসামি ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহমেদ মিলন, মাসুদ, ইব্রাহিমের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুজ্জামান মনি, রাসেল, আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, অলি, শোয়েব হোসেন, ইমরান, শহিদুল হক, সেন্টু, কুতুব উদ্দিন মন্ডল ও আবদুর রব। এর আগে গত বুধবার পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালত থেকে ইশরাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ৮৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

প্রিজনভ্যানে হামলা: বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলায় ১৮ আসামিকে আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ুন কবির। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১২ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, ছয় আসামি ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহমেদ মিলন, মাসুদ, ইব্রাহিমের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুজ্জামান মনি, রাসেল, আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, অলি, শোয়েব হোসেন, ইমরান, শহিদুল হক, সেন্টু, কুতুব উদ্দিন মন্ডল ও আবদুর রব। এর আগে গত বুধবার পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালত থেকে ইশরাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ৮৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।