ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

প্রায় ৪ মাস পর প্রকাশ্যে রিজভী

  • আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন। এমনকি এই সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। মূলত হাসপাতাল আর বাসাতেই সময় কেটেছে তার।
অবশেষে প্রায় চার মাস পর গতকাল সোমবার বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এলেন। রাজধানীর মোহাম্মদপুরের বাসভবনের নিচে দেখা গেছে তাকে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়ে উপলক্ষে মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি আলমারি দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে উপহারটি তুলে দেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ। ২০১৫ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছানাউল্লাহ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রায় ৪ মাস পর প্রকাশ্যে রিজভী

আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন। এমনকি এই সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। মূলত হাসপাতাল আর বাসাতেই সময় কেটেছে তার।
অবশেষে প্রায় চার মাস পর গতকাল সোমবার বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এলেন। রাজধানীর মোহাম্মদপুরের বাসভবনের নিচে দেখা গেছে তাকে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়ে উপলক্ষে মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি আলমারি দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে উপহারটি তুলে দেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ। ২০১৫ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছানাউল্লাহ।