ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শে‌ষে তিনি এ কথা ব‌লেন।

পুলিশ অডিটোরিয়ামে আজ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা ছিল। এতে উপ‌স্থিত ছি‌লেন ডিএম‌পি ক‌মিশনার। সভা শে‌ষে‌বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ক‌মিশনার।

তি‌নি বলেন, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।’

বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।’ আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন,‘ আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি এটা আমরা ডিটেক্ট করতে পারববো।’

কতজন এই চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা টার্গেটকে খুঁজছি।’

আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। জনগণের সহযোগিতা চেয়েছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলবো।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এসি/আপ্র/১৩/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শে‌ষে তিনি এ কথা ব‌লেন।

পুলিশ অডিটোরিয়ামে আজ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা ছিল। এতে উপ‌স্থিত ছি‌লেন ডিএম‌পি ক‌মিশনার। সভা শে‌ষে‌বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ক‌মিশনার।

তি‌নি বলেন, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।’

বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।’ আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন,‘ আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি এটা আমরা ডিটেক্ট করতে পারববো।’

কতজন এই চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা টার্গেটকে খুঁজছি।’

আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। জনগণের সহযোগিতা চেয়েছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলবো।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এসি/আপ্র/১৩/১২/২০২৫