নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে ওয়াহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, ব্যারিস্টার হারুনুর রশিদ। আ.লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের রিট খারিজ করে দেন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন আব্দুল ওয়াহেদ। গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। নির্বাচন কমিশনও এই সিদ্ধান্ত বহাল রাখেন।
প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ
জনপ্রিয় সংবাদ