ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

প্রার্থিতা ফিরে পেতে দুইদিনে ১৮৩ জনের আপিল

  • আপডেট সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে মনোনয়ন ফিরে পেতে দুদিনে ১৮৩ জন প্রার্থী আপিল করেছেন। প্রথমদিনে আপিল করেছেন ৪২ জন, দ্বিতীয়দিনে ১৪১ জন।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার। মাহবুবার রহমান সরকার বলেন, প্রার্থিতা ফিরে পেতে আজ দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী আপিল করেছেন। মঙ্গলবার করেছিলেন ৪২ জন। দুইদিনে মোট ১৮৩ জন আপিল করেছেন। জানা গেছে, আজ ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লা অঞ্চলে ১৬ জন, চট্টগ্রাম অঞ্চলে নয়জন, ফরিদপুর অঞ্চলে ছয়জন, সিলেট অঞ্চলে চারজন, ময়মনসিংহ অঞ্চলে ১৯ জন, বরিশাল অঞ্চলে ছয়জন, খুলনা অঞ্চলে ১৮ জন, রাজশাহী অঞ্চলে ২৬ জন ও রংপুর অঞ্চলে ১৪ জন আপিল করেছেন। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ২৭১৬টি। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনে আপিল করতে আসা এসব ব্যক্তিরা অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটার স্বাক্ষর, ব্যাংক ঋণ, হলফনামায় ভুল তথ্য ব্যবহার ও মামলাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রার্থিতা ফিরে পেতে দুইদিনে ১৮৩ জনের আপিল

আপডেট সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে মনোনয়ন ফিরে পেতে দুদিনে ১৮৩ জন প্রার্থী আপিল করেছেন। প্রথমদিনে আপিল করেছেন ৪২ জন, দ্বিতীয়দিনে ১৪১ জন।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার। মাহবুবার রহমান সরকার বলেন, প্রার্থিতা ফিরে পেতে আজ দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী আপিল করেছেন। মঙ্গলবার করেছিলেন ৪২ জন। দুইদিনে মোট ১৮৩ জন আপিল করেছেন। জানা গেছে, আজ ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লা অঞ্চলে ১৬ জন, চট্টগ্রাম অঞ্চলে নয়জন, ফরিদপুর অঞ্চলে ছয়জন, সিলেট অঞ্চলে চারজন, ময়মনসিংহ অঞ্চলে ১৯ জন, বরিশাল অঞ্চলে ছয়জন, খুলনা অঞ্চলে ১৮ জন, রাজশাহী অঞ্চলে ২৬ জন ও রংপুর অঞ্চলে ১৪ জন আপিল করেছেন। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ২৭১৬টি। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনে আপিল করতে আসা এসব ব্যক্তিরা অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটার স্বাক্ষর, ব্যাংক ঋণ, হলফনামায় ভুল তথ্য ব্যবহার ও মামলাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।