ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

প্রায় ত্রিশ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে

  • আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে ফিফা নিশ্চিত করেছে। ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে রোববারের উদ্বোধন দিন পর্যন্ত ২.৯৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। কাতারের স্বাগতিক স্বত্ব নিয়ে সমালোচনা থাকলেও গতকাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের উত্তেজনা সমর্থকদের মধ্যে ঠিকই বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় দলের খেলা উপভোগের উদ্দেশ্যে ইতোমধ্যেই কাতারে এসে উপস্থিত হয়েছে লাখ লাখ সমর্থক। ২৯ দিনব্যাপী জমাট লড়াইয়ে ৬৪টি ম্যাচেই এই উত্তেজনা দেখা যাবে বলে আয়োজকরা আশাবাদী।
দোহার কেন্দ্রীয় টিকিট বিক্রয় সেলের সামনে প্রথম দিন থেকেই হাজারো মানুষের লাইন লেগেই আছে। অনলাইন টিকিট প্ল্যাটফর্র্মে সমর্থকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ইতোমধ্যেই টিকিট বিক্রয়ের দিক থেকে ২০১৮ রাশিয় বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে কাতার। মুখপাত্র আরো জানিয়েছেন কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা সবচেয়ে বেশী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রায় ত্রিশ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে

আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে ফিফা নিশ্চিত করেছে। ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে রোববারের উদ্বোধন দিন পর্যন্ত ২.৯৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। কাতারের স্বাগতিক স্বত্ব নিয়ে সমালোচনা থাকলেও গতকাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের উত্তেজনা সমর্থকদের মধ্যে ঠিকই বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় দলের খেলা উপভোগের উদ্দেশ্যে ইতোমধ্যেই কাতারে এসে উপস্থিত হয়েছে লাখ লাখ সমর্থক। ২৯ দিনব্যাপী জমাট লড়াইয়ে ৬৪টি ম্যাচেই এই উত্তেজনা দেখা যাবে বলে আয়োজকরা আশাবাদী।
দোহার কেন্দ্রীয় টিকিট বিক্রয় সেলের সামনে প্রথম দিন থেকেই হাজারো মানুষের লাইন লেগেই আছে। অনলাইন টিকিট প্ল্যাটফর্র্মে সমর্থকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ইতোমধ্যেই টিকিট বিক্রয়ের দিক থেকে ২০১৮ রাশিয় বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে কাতার। মুখপাত্র আরো জানিয়েছেন কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা সবচেয়ে বেশী।