ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

প্রাভা হেলথের ‘ঘরে ল্যাব’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট সময় : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : ঘরে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় নিয়ে প্রাভা হেলথ ‘ঘরে ল্যাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ‘ঘরে ল্যাব’ এর লোগো উন্মোচন করে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঘরে ল্যাব’র লোগো উন্মোচন অনুষ্ঠান হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘প্রাভা হেলথ’ ও ‘ঘরে সেবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও সিলভানা কাদের সিনহা বলেন, আমাদের দেশে কোয়ালিটি হেলথ ওয়ার্কে বিশাল গ্যাপ আছে। আমরা যখন প্রাভা শুরু করি, তখন দেশে মাত্র চারটি আন্তর্জাতিক মানের কোয়ালিটি ল্যাব ছিল। আমাদের ল্যাব প্রথম থেকেই আন্তর্জাতিক মানের করে তৈরি করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি ‘ঘরে ল্যাব’। আপাতত ঢাকায় আমরা এটা শুরু করেছি। পরে সারা দেশে শুরু করবো। তিনি বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে একজন রোগীকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এর থেকে রোগীকে মুক্তি দিতে আমরা বাসায় গিয়ে রোগীর স্যাম্পল সংগ্রহ করি। কোনো রোগী ফোন দিয়ে বুকিং দেওয়ার ৩ ঘণ্টার মধ্যে আমাদের ল্যাব টেকনিশিয়ান রোগীর বাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহ করে আনবেন। ফলে রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে যাবার প্রয়োজন হবে না। পাশাপাশি নানা সংক্রমণ থেকেও রোগী মুক্তি পাবের।’ অনুষ্ঠানের প্রাভা হেলথ ও ঘরে ল্যাবের প্রোডাক্ট ম্যানেজার তাবাসসুম জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— প্রাভা হেলথের চিফ প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আবদুল মতিন ইমন এবং ঘরে ল্যাব-এর হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাফাত আলী চয়ন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রাভা হেলথের ‘ঘরে ল্যাব’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : ঘরে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় নিয়ে প্রাভা হেলথ ‘ঘরে ল্যাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ‘ঘরে ল্যাব’ এর লোগো উন্মোচন করে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঘরে ল্যাব’র লোগো উন্মোচন অনুষ্ঠান হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘প্রাভা হেলথ’ ও ‘ঘরে সেবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও সিলভানা কাদের সিনহা বলেন, আমাদের দেশে কোয়ালিটি হেলথ ওয়ার্কে বিশাল গ্যাপ আছে। আমরা যখন প্রাভা শুরু করি, তখন দেশে মাত্র চারটি আন্তর্জাতিক মানের কোয়ালিটি ল্যাব ছিল। আমাদের ল্যাব প্রথম থেকেই আন্তর্জাতিক মানের করে তৈরি করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি ‘ঘরে ল্যাব’। আপাতত ঢাকায় আমরা এটা শুরু করেছি। পরে সারা দেশে শুরু করবো। তিনি বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে একজন রোগীকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এর থেকে রোগীকে মুক্তি দিতে আমরা বাসায় গিয়ে রোগীর স্যাম্পল সংগ্রহ করি। কোনো রোগী ফোন দিয়ে বুকিং দেওয়ার ৩ ঘণ্টার মধ্যে আমাদের ল্যাব টেকনিশিয়ান রোগীর বাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহ করে আনবেন। ফলে রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে যাবার প্রয়োজন হবে না। পাশাপাশি নানা সংক্রমণ থেকেও রোগী মুক্তি পাবের।’ অনুষ্ঠানের প্রাভা হেলথ ও ঘরে ল্যাবের প্রোডাক্ট ম্যানেজার তাবাসসুম জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— প্রাভা হেলথের চিফ প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আবদুল মতিন ইমন এবং ঘরে ল্যাব-এর হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাফাত আলী চয়ন।