ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

প্রাথমিক পদক প্রতিযোগিতায় সেরা কেন্দুয়ার তনিম-নওরীন

  • আপডেট সময় : ০৭:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ ভারসাম্য দৌড় (বালক ও বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে নেত্রকোনার কেন্দুয়ার তনিম ও নওরীন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান নেত্রকোনার কেন্দুয়ার দুজন শিক্ষার্থী প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা প্রত্যেক বিভাগ থেকে প্রতি ইভেন্টে একজন করে প্রতিযোগী অংশগ্রহণ করে।

তনিম ইকবাল উপজেলার মাসকা ইউনিয়নের কিত্তনখলা গ্রামের শাহ আলমের ছেলে ও নওরিন আক্তার একই ইউনিয়নের দুলাইন গ্রামের আব্দুলার মেয়ে। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

খেলা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর পুরস্কার ও আলোচনাসভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা জাতীয় পর্যায়ে সেরাদের হাতে গোল্ড মেডেল তুলে দেন। এ ছাড়া সার্টিফিকেটসহ প্রাইজমানি জাতীয় শিক্ষা সপ্তাহে দেওয়া হবে বলে জানা গেছে।

বিজয়ীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা জাতীয় পর্যায়ে সেরা হয়েছি। স্যারদের সঠিক তত্ত্বাবধানে নিয়মিত প্র্যাকটিস করেই আমরা জাতীয় পর্যায়ে সেরা হতে পেরেছি। এজন্য স্যারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে পড়াশোনাসহ সহশিক্ষা কার্যক্রমে যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তারা।

দুলাইল আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান, তারা প্রায় সব খেলায় পারদর্শী। লেখাপড়ায়ও তারা ভালো। ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্ববোধ করছি। পাশাপাশি পড়াশোনায় যাতে তারা ভালো করতে পারে সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় বরাবরই ভালো। তারা প্রতিবছরই যে কোনো ইভেন্টে খেলাধুলায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পুরস্কার আনে। এবারও তারা ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক শাহীন জানান, কেন্দুয়ার দু’জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সেরা হওয়ায় নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগ গর্বিত। জেলা শিক্ষা অফিসে পক্ষ থেকে খেলাধুলাসহ পড়াশোনায় তাদের সফলতা কামনা করছি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

প্রাথমিক পদক প্রতিযোগিতায় সেরা কেন্দুয়ার তনিম-নওরীন

আপডেট সময় : ০৭:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ ভারসাম্য দৌড় (বালক ও বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে নেত্রকোনার কেন্দুয়ার তনিম ও নওরীন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান নেত্রকোনার কেন্দুয়ার দুজন শিক্ষার্থী প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা প্রত্যেক বিভাগ থেকে প্রতি ইভেন্টে একজন করে প্রতিযোগী অংশগ্রহণ করে।

তনিম ইকবাল উপজেলার মাসকা ইউনিয়নের কিত্তনখলা গ্রামের শাহ আলমের ছেলে ও নওরিন আক্তার একই ইউনিয়নের দুলাইন গ্রামের আব্দুলার মেয়ে। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

খেলা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর পুরস্কার ও আলোচনাসভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা জাতীয় পর্যায়ে সেরাদের হাতে গোল্ড মেডেল তুলে দেন। এ ছাড়া সার্টিফিকেটসহ প্রাইজমানি জাতীয় শিক্ষা সপ্তাহে দেওয়া হবে বলে জানা গেছে।

বিজয়ীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা জাতীয় পর্যায়ে সেরা হয়েছি। স্যারদের সঠিক তত্ত্বাবধানে নিয়মিত প্র্যাকটিস করেই আমরা জাতীয় পর্যায়ে সেরা হতে পেরেছি। এজন্য স্যারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে পড়াশোনাসহ সহশিক্ষা কার্যক্রমে যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তারা।

দুলাইল আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান, তারা প্রায় সব খেলায় পারদর্শী। লেখাপড়ায়ও তারা ভালো। ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্ববোধ করছি। পাশাপাশি পড়াশোনায় যাতে তারা ভালো করতে পারে সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় বরাবরই ভালো। তারা প্রতিবছরই যে কোনো ইভেন্টে খেলাধুলায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পুরস্কার আনে। এবারও তারা ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক শাহীন জানান, কেন্দুয়ার দু’জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সেরা হওয়ায় নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগ গর্বিত। জেলা শিক্ষা অফিসে পক্ষ থেকে খেলাধুলাসহ পড়াশোনায় তাদের সফলতা কামনা করছি।

আজকের প্রত্যাশা/কেএমএএ