ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ‘সুখবর’ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২০ জানুয়ারি) থেকে শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সোমবার থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা (একই উপজেলা বা থানার ভেতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিবছর ১ জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হলেও এবার তা কিছুদিন পিছিয়ে যায়। বদলির এ কার্যক্রম চলবে মার্চ পর্যন্ত।