জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট সদরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে বান্ধবী ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জয়পুরহাট-ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিওকর্মী জুঁথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)। সকালে বেসরকারি সংস্থা ডিএমএসের মঙ্গলবাড়ি শাখার হিসাবরক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেলে করে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওয়ানা দেন। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুঁথি ও হাসপাতালে মরিয়ম মারা যান।
জনপ্রিয় সংবাদ