মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ হারিয়েছেন বড় ভাই কমল রায় (৬২)। নিহত কমল রায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার মৃত কৃষ্ণ রায়ের ছেলে। এ ঘটনায় ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার (১৭ এপ্রিল) বিকালে বড় ভাই কমল রায়ের সঙ্গে ছোট ভাই মিঠু রায়ের বাগবিত-া হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় বড় ভাই অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ