বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৮)। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধ এর জের ধরে লাঠি দিয়ে আব্দুর রহিমের মাথায় আঘাত করেন ইউনুস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী পাহাড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। খোঁজ পেয়ে মরদেহ উদ্ধার ও ইউনুসকে আটক করে পুলিশ।