দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে আমেনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলার বারোপাইকেরগড় গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। দেড় বিঘা জমি নিয়ে প্রতিবেশী মিন্টু মিয়ার সঙ্গে আদালতে মামলা চলছিল সেকেন্দারের। ধান রোপণের জন্য সকালে জমি চাষ করছিলেন সেকেন্দারের ছেলে আলামিন। তার সঙ্গে জমিতে কাজ করছিলেন আমেনা। এসময় মিন্টু জমি চাষ করতে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টু এলোপাতাড়ি আমেনাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে হাসপাতালে নেন। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মনিরুজ্জামান মুরাদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’