ফেনী সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ার পর বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত আরিফ শাহরিয়ার (২৯) ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় বাস করতেন তিনি। ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় ফেনী-বিলোনিয়া সড়কে শনিবার দুপুরে তিনি মারা যান। ফুলগাজী থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, আরিফ মোটরসাইকেল চালিয়ে পরশুরামের চিথলিয়ায় বোনের বাড়ি থেকে ফেনী ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কায় ছিটকে রাস্তায় পড়েন আরিফ। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।