ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন বন্ধু, বিষণ্ন অনুপম

  • আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। যিনি এই গায়কেরই বেশ ভালো একজন বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আজ সাত পাকে বাঁধা পড়বেন পিয়া ও পরমব্রত। প্রাক্তন স্ত্রীর বিয়ের দিন অনুপম বিষণ্ন, একাকীত্ব বোধ করছেন সেটা বোঝা গেল এই গায়কের সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে। বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম রায়। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, ‘নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা, আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে- এমন নয়।’- অরিন্দম চক্রবর্তী।
অনুপমের এমন পোস্টে ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে। কেউ লিখেছে, ‘প্লিজ এইরকম ভালোলাগে না। মাথা উঁচু করে এগিয়ে যান।’, কেউ আবার লিখেছেন, ‘তুমি অন্য করোর সঙ্গে বেঁধো ঘর, জীবন মানেই বেঁচে থাকার গান।’ ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন। তবে ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তিজীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। করোনা মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে দু’জন। এরপর বছর খানেক আগেই সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন পিয়া-অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তারা সকলেই একে-অপরের বন্ধু ছিলেন। কিন্তু ২০২১ সালের পর সেই সমীকরণটা বদলে যায়। সবশেষ পিয়াকেই বিয়ে করতে চলেছেন এই অভিনেতা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন বন্ধু, বিষণ্ন অনুপম

আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। যিনি এই গায়কেরই বেশ ভালো একজন বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আজ সাত পাকে বাঁধা পড়বেন পিয়া ও পরমব্রত। প্রাক্তন স্ত্রীর বিয়ের দিন অনুপম বিষণ্ন, একাকীত্ব বোধ করছেন সেটা বোঝা গেল এই গায়কের সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে। বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম রায়। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, ‘নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা, আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে- এমন নয়।’- অরিন্দম চক্রবর্তী।
অনুপমের এমন পোস্টে ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে। কেউ লিখেছে, ‘প্লিজ এইরকম ভালোলাগে না। মাথা উঁচু করে এগিয়ে যান।’, কেউ আবার লিখেছেন, ‘তুমি অন্য করোর সঙ্গে বেঁধো ঘর, জীবন মানেই বেঁচে থাকার গান।’ ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন। তবে ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তিজীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। করোনা মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে দু’জন। এরপর বছর খানেক আগেই সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন পিয়া-অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তারা সকলেই একে-অপরের বন্ধু ছিলেন। কিন্তু ২০২১ সালের পর সেই সমীকরণটা বদলে যায়। সবশেষ পিয়াকেই বিয়ে করতে চলেছেন এই অভিনেতা।