ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রাইম ব্যাংকের জয়রথ ছুটছে

  • আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : একের পর এক জয়ে প্রাইম ব্যাংক নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে ঢাকা লিগে। বুধবার ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে লিগের অষ্টম জয় তুলে নিয়েছে তারা। আগের ম্যাচে জয় তুলে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছিল। আজ আরেকটি জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল।
বৃষ্টির বাগড়ায় ম্যাচ ১২ ওভারে নেমে আসে। ব্রাদার্স এ সময়ে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে । ডিএল মেথডে ১২ ওভারে প্রাইম ব্যাংক টার্গেট পায় ৮৪ রান। এ রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারালেও ২ বল আগে জয়ের বন্দরে নোঙর ফেলে প্রাইম ব্যাংক।
দলের হয়ে তামিম ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান তোলেন। ২২ বলে ২৮ রান করে জয়ে অবদান রাখেন মোহাম্মদ মিথুন। ব্রাদার্স ম্যাচ হারলেও আলাউদ্দিন বাবুর বোলিং ছিল দারুণ। ৩ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে ব্যাটিংয়ে ৫ বলে ১৪ রান করেছিলেন তিনি। এছাড়া ব্রাদার্সের হয়ে জুনায়েদ ২৪ ও মাইশিকুর ১৫ রান করেন। চোট কাটিয়ে এ ম্যাচে ফেরেন মোস্তাফিজুর রহমান। ২.৫ ওভারে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। শরিফুল ইসলাম ২৪ রানে ২ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন বাবু।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রাইম ব্যাংকের জয়রথ ছুটছে

আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

ক্রীড়া প্রতিবেদক : একের পর এক জয়ে প্রাইম ব্যাংক নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে ঢাকা লিগে। বুধবার ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে লিগের অষ্টম জয় তুলে নিয়েছে তারা। আগের ম্যাচে জয় তুলে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছিল। আজ আরেকটি জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল।
বৃষ্টির বাগড়ায় ম্যাচ ১২ ওভারে নেমে আসে। ব্রাদার্স এ সময়ে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে । ডিএল মেথডে ১২ ওভারে প্রাইম ব্যাংক টার্গেট পায় ৮৪ রান। এ রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারালেও ২ বল আগে জয়ের বন্দরে নোঙর ফেলে প্রাইম ব্যাংক।
দলের হয়ে তামিম ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান তোলেন। ২২ বলে ২৮ রান করে জয়ে অবদান রাখেন মোহাম্মদ মিথুন। ব্রাদার্স ম্যাচ হারলেও আলাউদ্দিন বাবুর বোলিং ছিল দারুণ। ৩ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে ব্যাটিংয়ে ৫ বলে ১৪ রান করেছিলেন তিনি। এছাড়া ব্রাদার্সের হয়ে জুনায়েদ ২৪ ও মাইশিকুর ১৫ রান করেন। চোট কাটিয়ে এ ম্যাচে ফেরেন মোস্তাফিজুর রহমান। ২.৫ ওভারে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। শরিফুল ইসলাম ২৪ রানে ২ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন বাবু।