ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিহত, মামলার আসামি পাঁচ জন

  • আপডেট সময় : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম পারভেজ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আট জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। আসামি সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ হিতন হন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিহত, মামলার আসামি পাঁচ জন

আপডেট সময় : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আট জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। আসামি সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ হিতন হন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।