ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, একাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও চীনের হারবিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। রোববার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের হল রুমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চীনের হারবিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট লিউ জিআ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মেসবাহ কামাল।
এই চুক্তির মাধ্যমে পড়াশোনা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, শিক্ষার্থী বিনিময়, যৌথভাবে গবেষণা কর্মকা- পরিচালনাসহ উচ্চ শিক্ষায় (পিএইচ ডি, এম ফিল, মাস্টার্স) পারস্পরিক সহযোগিতা পাবে দুই বিশ্ববিদ্যালয়।
চুক্তি সাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মেসবাহ কামাল সভাপতির বক্তব্যে বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার চীন। চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এই চুক্তির মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমি মনে করি।’
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হান আজাদ শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দু’দেশে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরকে মাইলফলক হিসেবে দেখছেন। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট দুই বিশ্ববিদ্যালয়ের সকলকে সাধুবাদ জানান তিনি।
স্কুল অব বিজনেসের ডিন ড. নাশিদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইনস্টিটিউটের পরিচালক ড. আরিফাতুল কিবরিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নুরুন্নবী মোল্লা, ভারপ্রাপ্ত ট্রেজারার ড. ইফফাত জাহানসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও প্রশাসনিক প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যৌথ গবেষণা করবে শাহজালাল বিশ্ববিদ্যালয় ও পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সাথে যৌথভাবে গবেষণা করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (জিইবি)। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগ ও বিনার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটা সময় আমাদের দেশে অধিক পরিমাণ জমিতে অল্প ফসল উৎপাদন হতো তবে বর্তমানে অল্প জমিতে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে। এই সফলতার পেছনে ভূমিকা রেখেছে বিনা’র মতো প্রতিষ্ঠানগুলো।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিনা’র সাথে কাজ করার মাধ্যমে ফসলের নতুন জাত উদ্ভাবন করতে পারবে। বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। শাবির সাথে বিনা’র এই চুক্তি নিঃসন্দেহে বিভিন্ন উদ্ভাবনে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
চুক্তি অনুসারে, শাবি শিক্ষার্থীরা বিনা’র সাথে যৌথভাবে গবেষণার মাধ্যমে পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় কাজ করতে পারবেন। পাশাপাশি শাবি শিক্ষার্থীরা বিনা’র উন্নত ল্যাবগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া বিনা’র মাধ্যমে উন্নত প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও এসব প্রতিষ্ঠানে ইর্ন্টান করারও সুযোগ দেয়া হবে।