ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রাইভেটকারে মদ-গাঁজা বিক্রি করতেন তারা

  • আপডেট সময় : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০১ বোতল বিদেশি মদ ও ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল শনিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. কবির হোসেন (১৯) ও মো. আছোর আলী (২৩)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। অপর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ বোতল বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. আহাদুজ্জামান মিরাজ (২৮) ও মো. মনির হোসেন (৩২)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রাইভেটকারে মদ-গাঁজা বিক্রি করতেন তারা

আপডেট সময় : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০১ বোতল বিদেশি মদ ও ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল শনিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. কবির হোসেন (১৯) ও মো. আছোর আলী (২৩)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। অপর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ বোতল বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. আহাদুজ্জামান মিরাজ (২৮) ও মো. মনির হোসেন (৩২)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।