ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

প্রস্তুতি ম্যাচ ছাড়াই সাফ খেলতে হচ্ছে নারী ফুটবল দলকে

  • আপডেট সময় : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবিনাদের জন্য অন্তত একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছিল বাফুফে। তিন-চারটি দেশের সঙ্গে আলোচনাও করেছিল। এর মধ্যে ঢাকায় আসতে রাজি হয়েও পরের সিদ্ধান্ত বদলে ফেলে সংযুক্ত আরব আমিরাত। পরে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তারাও ম্যাচ খেলতে রাজি হয়নি। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ না খেলেই আগামী ৩ সেপ্টেম্বর নেপাল যাচ্ছে নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওমেন্স ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করেছিলাম। একটি দেশ তো আসতে চেয়েও আসলো না। এখন আর সময়ও নেই। তাই ফুটবল দলের সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না।’
এদিকে বাফুফে ওমেন্স ফুটবল কমিটির এক সভা মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়েছে সভায়। কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, দুটি টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর নেপালে কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে ভারত থাকলেও তারা খেলতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে বুধবার। ফিফা ভারতকে সাসপেন্ড করায় নারী সাফে তাদের খেলা অনিশ্চিত। ভারতের জন্য মঙ্গলবার পর্যন্তই অপেক্ষা করবে সাফ। ভারত খেলতে না পারলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকবে পাকিস্তান ও মালদ্বীপ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রস্তুতি ম্যাচ ছাড়াই সাফ খেলতে হচ্ছে নারী ফুটবল দলকে

আপডেট সময় : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবিনাদের জন্য অন্তত একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছিল বাফুফে। তিন-চারটি দেশের সঙ্গে আলোচনাও করেছিল। এর মধ্যে ঢাকায় আসতে রাজি হয়েও পরের সিদ্ধান্ত বদলে ফেলে সংযুক্ত আরব আমিরাত। পরে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তারাও ম্যাচ খেলতে রাজি হয়নি। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ না খেলেই আগামী ৩ সেপ্টেম্বর নেপাল যাচ্ছে নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওমেন্স ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করেছিলাম। একটি দেশ তো আসতে চেয়েও আসলো না। এখন আর সময়ও নেই। তাই ফুটবল দলের সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না।’
এদিকে বাফুফে ওমেন্স ফুটবল কমিটির এক সভা মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়েছে সভায়। কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, দুটি টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর নেপালে কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে ভারত থাকলেও তারা খেলতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে বুধবার। ফিফা ভারতকে সাসপেন্ড করায় নারী সাফে তাদের খেলা অনিশ্চিত। ভারতের জন্য মঙ্গলবার পর্যন্তই অপেক্ষা করবে সাফ। ভারত খেলতে না পারলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকবে পাকিস্তান ও মালদ্বীপ।