ক্রীড়া ডেস্ক: ‘‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি।’’ দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের লক্ষ্যর কথা এভাবেই জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মতো দল থাকলেও বাংলাদেশ নকআউট পর্ব তো বটেই, ফাইনালও জয়ের স্বপ্ন দেখছে।
মুখের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছিল, মাঠের ক্রিকেটে তার ছিটেফোঁটাও দেখা মিলল না। বরং বিশ্বাসের ঘাটতি প্রকট আকারে দেখা গেল। পাকিস্তান শাহীনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসে জ্বালানি তো পেলই না বরং প্রবল বাজে পারফরম্যান্সে প্রস্তুতির ঘাটতিই ফুটে উঠল। প্রতিপক্ষ দলে বড় নাম ছিল না। অথচ তারাই হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় দলকে। ব্যাটিংয়ে বিবর্ণ পারফরম্যান্সের পর নির্বিষ বোলিংয়ে এলোমেলো পারফরম্যান্স গোটা দলের। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৮.২ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শাহীনস ৩৪.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। সৌম্য সরকার ৩৫, মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তানজিম সাকিব ৩০ রান করেন। এছাড়া বিশের ঘর ছুঁয়েছেন কেবল তাওহীদ হৃদয়। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। সৌম্য ৪ চারে ৩৮ বলে ৩৫ রান করেন। সর্বোচ্চ ৪৪ রান করে মিরাজ ৫৩ বলে ৩টি চার হাঁকান। বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটি আসে তানজিম সাকিবের ব্যাট থেকে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কা হাঁকান লেজের এই ব্যাটসম্যান।
পাকিস্তান শাহীনসের হয়ে বল হাতে উসামান মির ৪৩ রানে ৪ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন মুসা খান। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ হারিসের ৭৬ রানের ইনিংসে পাকিস্তান শাহীনস সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। এছাড়া আজান আওয়াইজ ২৮, উমর ইউসুফ ৩১ রান করেন। রানের খাতা খুলতে পারেননি ওমর ইউসুফ। বল হাতে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন। ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।