ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

প্রসেস’ ও ‘ডিসিপ্লিন’ ধরে রাখতে চান তাসকিন

  • আপডেট সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : পুরো রান আপে এখনও বল করতে পারেননি। ইনডোরে অর্ধেক রান আপেই বল করেছেন ৮ ওভার।
যখনই ভালো পারফর্ম করেছেন, ইনজুরিতে পড়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন তাসকিন। এরপর টেস্টে নেমেই পড়েছেন ইনজুরিতে। শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি।ইনজুরিতে পড়লে খারাপ লাগে, মানছেন তাসকিন। তবে যখনই খেলেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। ধরে রাখতে চান নিজের প্রসেস ও ডিসিপ্লিন।
তিনি বলেছেন, ‘ইনজুরি থাকলে তো খেলোয়াড় হিসেবে খারাপ লাগবেই। যখন খেলতে নামি তখন কিছু ম্যাচ ভালো হবে কিছু ম্যাচ খারাপ হবে। কিন্তু যখন খেলতে নামি প্রত্যেকটা ম্যাচই জান দিয়ে চেষ্টা করি। আর সুস্থ হয়ে যখন খেলতে পারি তখন যেন নিজের সেরাটা দিতে পারি। ’
‘যখন খেলতে পারব না তখন খারাপ লাগে কিন্তু সেটা নিয়ে তো বলার কিছু নাই। কন্ট্রোলে যে প্রসেসটা আছে সেটাই ফলো করতে চাই। যেন ভবিষ্যতে অনেক ভালো বোলার হতে পারি ওয়ার্ল্ডে সবাই দোয়া করবেন। ’
বোলিংয়ে ফিরতে তিনি বলেছেন, ‘অনেক দিন পরে বোলিং শুরু করতে পেরেছি এতেই অনেক খুশি। মাশাল্লাহ, আজকে অনেক দিন পর ৮ ওভার বোলিং করলাম। রিহ্যাব করাটা একা একা অনেক বোরিং এবং এটা অনেক কষ্টের যে এক জন প্লেয়ার হিসেবে বাইরে বসে খেলা দেখা কিন্তু আল্লাহর রহমতে আজকে বোলিং করতে পেরে ভালই লাগছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রসেস’ ও ‘ডিসিপ্লিন’ ধরে রাখতে চান তাসকিন

আপডেট সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

ক্রীড়া প্রতিবেদক : পুরো রান আপে এখনও বল করতে পারেননি। ইনডোরে অর্ধেক রান আপেই বল করেছেন ৮ ওভার।
যখনই ভালো পারফর্ম করেছেন, ইনজুরিতে পড়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন তাসকিন। এরপর টেস্টে নেমেই পড়েছেন ইনজুরিতে। শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি।ইনজুরিতে পড়লে খারাপ লাগে, মানছেন তাসকিন। তবে যখনই খেলেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। ধরে রাখতে চান নিজের প্রসেস ও ডিসিপ্লিন।
তিনি বলেছেন, ‘ইনজুরি থাকলে তো খেলোয়াড় হিসেবে খারাপ লাগবেই। যখন খেলতে নামি তখন কিছু ম্যাচ ভালো হবে কিছু ম্যাচ খারাপ হবে। কিন্তু যখন খেলতে নামি প্রত্যেকটা ম্যাচই জান দিয়ে চেষ্টা করি। আর সুস্থ হয়ে যখন খেলতে পারি তখন যেন নিজের সেরাটা দিতে পারি। ’
‘যখন খেলতে পারব না তখন খারাপ লাগে কিন্তু সেটা নিয়ে তো বলার কিছু নাই। কন্ট্রোলে যে প্রসেসটা আছে সেটাই ফলো করতে চাই। যেন ভবিষ্যতে অনেক ভালো বোলার হতে পারি ওয়ার্ল্ডে সবাই দোয়া করবেন। ’
বোলিংয়ে ফিরতে তিনি বলেছেন, ‘অনেক দিন পরে বোলিং শুরু করতে পেরেছি এতেই অনেক খুশি। মাশাল্লাহ, আজকে অনেক দিন পর ৮ ওভার বোলিং করলাম। রিহ্যাব করাটা একা একা অনেক বোরিং এবং এটা অনেক কষ্টের যে এক জন প্লেয়ার হিসেবে বাইরে বসে খেলা দেখা কিন্তু আল্লাহর রহমতে আজকে বোলিং করতে পেরে ভালই লাগছে।