ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

প্রসেনজিৎ প্রেমে না পড়ায় রচনার আক্ষেপ

  • আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : একসঙ্গে অন্তত ৪০টি চলচ্চিত্রে কাজ করেছেন, তবুও প্রসেনজিৎ প্রেমে না পড়ায় আক্ষেপ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই আক্ষেপ আবার করেছেন প্রকাশ্যেই। শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার শো’-তে আমন্ত্রিত ছিলেন রচনা। সেখানে সবার সামনেই রচনার স্পষ্ট বক্তব্য- ‘বুম্বাদা আর আমি কম করে ৪০টি ছবি করেছি। তার পরেও ওর এক বারও মনে হলো না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।’ রচনার এমন স্পষ্টবাদিতায় হতবাক অনুষ্ঠানের সঞ্চালকের আসনে থাকা শাশ্বতও। ‘দিদি নাম্বার ওয়ান’ হোক বা অন্য রিয়েলিটি শো, রচনা বন্দ্যোপাধ্যায় আসর জমাতে ওস্তাদ। কখনও দিলখোলা হাসি। কখনও স্পষ্ট জবাব। বাংলা, ওড়িয়া, বলিউডের এই নায়িকা সব ক্ষেত্রেই প্রাণবন্ত। শাশ্বতর শোতে এসে প্রসেনজিতের সঙ্গে তার প্রেম না হওয়ার দুঃখ প্রকাশ তো করেইছেন। পাশাপাশি, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেয়াল প-িতের সঙ্গেও তুলনা করেছেন। রচনাকে তিনটি প্রাণীর নাম বলে কোন কোন তারকার পাশে সেগুলো বসাবেন জিজ্ঞেস করেছিলেন শাশ্বত। তালিকায় ছিল শেয়াল, গাধা, মুরগি। এক মুহূর্তের জন্য না ভেবে ‘গাধা’র তকমা দিয়েছেন যিশু সেনগুপ্তকে। রচনার স্পষ্ট দাবি, ‘যিশু আজ যেটা করছে সেটা বহু বছর আগেই করতে পারতো। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি। কেন করলি না যিশু?’ সঙ্গে সঙ্গে রচনার কথা সমর্থন করেন সঞ্চালকও। এর পরেই প্রশংসা করে শেয়ালের চাতুর্যের সঙ্গে তুলনা করেন প্রসেনজিতের। রচনা বলেন, ‘ওর মতো বুদ্ধিমান টলিউডে কয়জন আছেন? কোথায়, কীভাবে চলতে হয় খুব ভাল জানেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রসেনজিৎ প্রেমে না পড়ায় রচনার আক্ষেপ

আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : একসঙ্গে অন্তত ৪০টি চলচ্চিত্রে কাজ করেছেন, তবুও প্রসেনজিৎ প্রেমে না পড়ায় আক্ষেপ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই আক্ষেপ আবার করেছেন প্রকাশ্যেই। শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার শো’-তে আমন্ত্রিত ছিলেন রচনা। সেখানে সবার সামনেই রচনার স্পষ্ট বক্তব্য- ‘বুম্বাদা আর আমি কম করে ৪০টি ছবি করেছি। তার পরেও ওর এক বারও মনে হলো না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।’ রচনার এমন স্পষ্টবাদিতায় হতবাক অনুষ্ঠানের সঞ্চালকের আসনে থাকা শাশ্বতও। ‘দিদি নাম্বার ওয়ান’ হোক বা অন্য রিয়েলিটি শো, রচনা বন্দ্যোপাধ্যায় আসর জমাতে ওস্তাদ। কখনও দিলখোলা হাসি। কখনও স্পষ্ট জবাব। বাংলা, ওড়িয়া, বলিউডের এই নায়িকা সব ক্ষেত্রেই প্রাণবন্ত। শাশ্বতর শোতে এসে প্রসেনজিতের সঙ্গে তার প্রেম না হওয়ার দুঃখ প্রকাশ তো করেইছেন। পাশাপাশি, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেয়াল প-িতের সঙ্গেও তুলনা করেছেন। রচনাকে তিনটি প্রাণীর নাম বলে কোন কোন তারকার পাশে সেগুলো বসাবেন জিজ্ঞেস করেছিলেন শাশ্বত। তালিকায় ছিল শেয়াল, গাধা, মুরগি। এক মুহূর্তের জন্য না ভেবে ‘গাধা’র তকমা দিয়েছেন যিশু সেনগুপ্তকে। রচনার স্পষ্ট দাবি, ‘যিশু আজ যেটা করছে সেটা বহু বছর আগেই করতে পারতো। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি। কেন করলি না যিশু?’ সঙ্গে সঙ্গে রচনার কথা সমর্থন করেন সঞ্চালকও। এর পরেই প্রশংসা করে শেয়ালের চাতুর্যের সঙ্গে তুলনা করেন প্রসেনজিতের। রচনা বলেন, ‘ওর মতো বুদ্ধিমান টলিউডে কয়জন আছেন? কোথায়, কীভাবে চলতে হয় খুব ভাল জানেন।’