ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

প্রসূনের ‘লোক দেখানো পার্টি’ পোস্ট নিয়ে যা বললেন পরীমণি

  • আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের পার্টি নিয়ে অভিনেত্রী প্রসূন আজাদের অভিযোগের জবাবে মুখ খুলেছেন নায়িকা। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রসূনকে উদ্দেশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

পরীমণি লেখেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।” আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।’

নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রসূনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি জানান, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিলেন না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমণি লিখেছেন, ‘তারা কাউকে অপমান করার জন্য ছিলেন না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে।’

স্ট্যাটাসের শেষে প্রসূন আজাদের প্রতি দুঃখ প্রকাশ করে পরীমণি বলেন, ‘আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।’

প্রসূন আজাদ তার আগের পোস্টে পরীমণির পার্টিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন, এবং নিরাপত্তাকর্মীদের ‘অপমানজনক আচরণে’ ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্ট নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এবার পরীমণির ব্যাখ্যা ও দুঃখপ্রকাশে নতুন করে আলোচনায় এলেন দুই অভিনেত্রীই।

ওআ/আপ্র/০৭/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রসূনের ‘লোক দেখানো পার্টি’ পোস্ট নিয়ে যা বললেন পরীমণি

আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের পার্টি নিয়ে অভিনেত্রী প্রসূন আজাদের অভিযোগের জবাবে মুখ খুলেছেন নায়িকা। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রসূনকে উদ্দেশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

পরীমণি লেখেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।” আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।’

নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রসূনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি জানান, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিলেন না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমণি লিখেছেন, ‘তারা কাউকে অপমান করার জন্য ছিলেন না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে।’

স্ট্যাটাসের শেষে প্রসূন আজাদের প্রতি দুঃখ প্রকাশ করে পরীমণি বলেন, ‘আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।’

প্রসূন আজাদ তার আগের পোস্টে পরীমণির পার্টিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন, এবং নিরাপত্তাকর্মীদের ‘অপমানজনক আচরণে’ ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্ট নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এবার পরীমণির ব্যাখ্যা ও দুঃখপ্রকাশে নতুন করে আলোচনায় এলেন দুই অভিনেত্রীই।

ওআ/আপ্র/০৭/১১/২০২৫