ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

প্রযোজক পরিবেশক সমিতির জটিলতা কাটছে, নির্বাচন ২১ মে

  • আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচিত কোনো কমিটি নেই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। প্রশাসকের অধীনে চলছি এর সকল কার্যক্রম।
তবে অবশেষে সেই জটিলতা কাটিয়ে প্রযোজক পরিবেশক সমিতির নেতৃত্বে আসতে যাচ্ছে নির্বাচিত কমিটি। যে জন্য আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।
গত মঙ্গলবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন সমিতিটির বেশ কয়েকজন সদস্য।
জানা যায়, আড়াই ঘণ্টার এই বৈঠকে নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দু’জন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম।
গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক।
তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষদের হাতেই তুলে দিতে চাই। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনটির দায়িত্ব পালন করবো। ’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রযোজক পরিবেশক সমিতির জটিলতা কাটছে, নির্বাচন ২১ মে

আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

বিনোদন প্রতিবেদক : আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচিত কোনো কমিটি নেই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। প্রশাসকের অধীনে চলছি এর সকল কার্যক্রম।
তবে অবশেষে সেই জটিলতা কাটিয়ে প্রযোজক পরিবেশক সমিতির নেতৃত্বে আসতে যাচ্ছে নির্বাচিত কমিটি। যে জন্য আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।
গত মঙ্গলবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন সমিতিটির বেশ কয়েকজন সদস্য।
জানা যায়, আড়াই ঘণ্টার এই বৈঠকে নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দু’জন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম।
গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক।
তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষদের হাতেই তুলে দিতে চাই। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনটির দায়িত্ব পালন করবো। ’