ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন কঙ্গনা

  • আপডেট সময় : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে নাম কুড়ানোর পর এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে কঙ্গনা রানাউতের। মুক্তি পেতে যাচ্ছে তার প্রযোজিত প্রথম সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। এই বলিউড তারকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রযোজক হিসেবে নিজের আত্মপ্রকাশের খবর জানিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘টিকু ওয়েডস শেরু’ প্রথমে বড় পর্দায় আসার কথা থাকলেও পরে ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও’তে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। কঙ্গনা অ্যামাজন প্রাইম ভিডিওর একটি অনুষ্ঠানে বলেন, “এটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৬ বছর আগে, ২৮ এপ্রিল, আমি একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করি। আর এখন প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। উদীয়মান প্রযোজকদের জন্য এটি একটি দুর্দান্ত সময়।” বলিউডে স্বজন পোষণ নিয়ে উচ্চকণ্ঠ কঙ্গনা ওটিটি দুনিয়া নিয়ে বলেন, “এটি একটি গণতান্ত্রিক মাধ্যম এবং এখানে আপনার শুধু প্রতিভা প্রয়োজন।” ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি ডার্ক কমেডি ঘরানার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অবনীত কউর। পরিচালনায় থাকছেন সাই কবির। মনিকর্নিয়া ফিল্মস এর কর্ণধার কঙ্গনা সিনেমাটি নিয়ে বলেছেন, “এটি জীবনের সৌন্দর্য এবং বর্বরতার মাঝে একটি প্রেমের গল্প।” কঙ্গনাকে সর্বশেষ সিনেমায় দেখা গিয়েছিল গত বছর থ্যালাইভায়। আগামী সিনেমা ‘ধাকাড়’ এ তিনি আসছেন পাইলটের ভূমিকায়। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন অর্জুন রামপাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন কঙ্গনা

আপডেট সময় : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে নাম কুড়ানোর পর এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে কঙ্গনা রানাউতের। মুক্তি পেতে যাচ্ছে তার প্রযোজিত প্রথম সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। এই বলিউড তারকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রযোজক হিসেবে নিজের আত্মপ্রকাশের খবর জানিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘টিকু ওয়েডস শেরু’ প্রথমে বড় পর্দায় আসার কথা থাকলেও পরে ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও’তে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। কঙ্গনা অ্যামাজন প্রাইম ভিডিওর একটি অনুষ্ঠানে বলেন, “এটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৬ বছর আগে, ২৮ এপ্রিল, আমি একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করি। আর এখন প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। উদীয়মান প্রযোজকদের জন্য এটি একটি দুর্দান্ত সময়।” বলিউডে স্বজন পোষণ নিয়ে উচ্চকণ্ঠ কঙ্গনা ওটিটি দুনিয়া নিয়ে বলেন, “এটি একটি গণতান্ত্রিক মাধ্যম এবং এখানে আপনার শুধু প্রতিভা প্রয়োজন।” ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি ডার্ক কমেডি ঘরানার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অবনীত কউর। পরিচালনায় থাকছেন সাই কবির। মনিকর্নিয়া ফিল্মস এর কর্ণধার কঙ্গনা সিনেমাটি নিয়ে বলেছেন, “এটি জীবনের সৌন্দর্য এবং বর্বরতার মাঝে একটি প্রেমের গল্প।” কঙ্গনাকে সর্বশেষ সিনেমায় দেখা গিয়েছিল গত বছর থ্যালাইভায়। আগামী সিনেমা ‘ধাকাড়’ এ তিনি আসছেন পাইলটের ভূমিকায়। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন অর্জুন রামপাল।