প্রযুক্তি ডেস্ক : আইটি পণ্যের আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড ‘আগে পণ্য তারপর টাকা’ স্লোগান নিয়ে চালু করলো অরিজিনালস্টোরবিডি ডট কম (ড়ৎরমরহধষংঃড়ৎবনফ.পড়স) নামের অনলাইন প্ল্যাটফর্ম।
গত সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে এর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। এ সময়ে আরও অনেকে উপস্থিত ছিলেন। অরিজিনাল স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘উন্নত সেবার লক্ষ্য নিয়ে সঠিক দামে, ভালো ব্র্যান্ডের সব ‘অরিজিনাল পণ্য’ দ্রুত গ্রাহকের কাছে পৌঁছাতে চায় আমাদের প্রতিষ্ঠান।’
তিনি জানান, যাত্রা শুরু উপলক্ষে বেশকিছু অফার ও ডিসকাউন্ট মিলবে। কমপক্ষে ১০০ টাকার পণ্য কিনে র্যাফেল ড্র’র মাধ্যমে যেকোনও ভাগ্যবান ক্রেতা পাবেন ৩২ ইঞ্চির একটি স্মার্ট টিভি, এয়ার টিকিটসহ অসংখ্য পুরস্কার। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গেমিং পিসি, গেমিং প্রোডাক্ট, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, রাউটার, প্রিন্টারসহ সব ধরনের কম্পিউটার এক্সেসরিজ কেনা যাবে ঘরে বসে নামমাত্র ডেলিভারি চার্জ দিয়ে। -বিজ্ঞপ্তি
প্রযুক্তি পণ্য নিয়ে চালু হলো ‘অরিজিনাল স্টোর’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























