নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি পদকের জন্য নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনায় ছয় সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হযেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. আখতারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ কমিটি প্রধান বিচারপতি পদক দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনা করবে। জানা গেছে, চলতি বছর থেকে প্রধান বিচারপতি পদক দেওয়া হবে। বিচার বিভাগের সব স্তরে দক্ষ ও সেরা কর্মকর্তাদের প্রধান বিচারপতি পদক দেওয়া হবে।