ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করলেন ব্রিটিশ হাই কমিশনার

  • আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বিট্রিশ হাই কমিশনার সারাহ কুক -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তার আশা, আগামী দিনগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেছেন হাই কমিশনার বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় প্রধান বিচারপতি গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন। ব্রিটিশ হাই কমিশনার প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান এবং গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের ’প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের’ জন্য প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার প্রশংসা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, সারাহ কুক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান বিচারপতির বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং বিচার সেবা দিতে স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি মামলায় বিবাদী পক্ষকে আইনি সহায়তা দিতে ‘ক্যাপাসিটি টেস্ট’ চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন কুক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করলেন ব্রিটিশ হাই কমিশনার

আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তার আশা, আগামী দিনগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেছেন হাই কমিশনার বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় প্রধান বিচারপতি গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন। ব্রিটিশ হাই কমিশনার প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান এবং গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের ’প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের’ জন্য প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার প্রশংসা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, সারাহ কুক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান বিচারপতির বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং বিচার সেবা দিতে স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি মামলায় বিবাদী পক্ষকে আইনি সহায়তা দিতে ‘ক্যাপাসিটি টেস্ট’ চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন কুক।