ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

  • আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। পিছিয়ে নেই প্রিটোরিয়া ক্যাপিটালসও। ইতোমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জনাথন ট্রট। আসন্ন আসরের আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবার ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন গাঙ্গুলী। অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল ভারতের সাবেক এই অধিনায়কের।

জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিটোরিয়া ক্যাপিটালস। আগে থেকে এখানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গাঙ্গুলি। এবার দায়িত্ব বদলে মাঠের ক্রিকেটের সঙ্গে নিজেকে সরাসরি সম্পৃক্ত করলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

খেলোয়াড়ি জীবনে ইতি টানার পর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গাঙ্গুলী। তবে বেশি দিন কাজ করা হয়নি তার। দিল্লির দায়িত্ব ছেড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হয়েছিলেন তিনি।

বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরু করেন গাঙ্গুলী। এবার সরাসরি কোচিংয়ে নাম লেখালেন তিনি।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। পিছিয়ে নেই প্রিটোরিয়া ক্যাপিটালসও। ইতোমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জনাথন ট্রট। আসন্ন আসরের আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবার ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন গাঙ্গুলী। অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল ভারতের সাবেক এই অধিনায়কের।

জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিটোরিয়া ক্যাপিটালস। আগে থেকে এখানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গাঙ্গুলি। এবার দায়িত্ব বদলে মাঠের ক্রিকেটের সঙ্গে নিজেকে সরাসরি সম্পৃক্ত করলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

খেলোয়াড়ি জীবনে ইতি টানার পর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গাঙ্গুলী। তবে বেশি দিন কাজ করা হয়নি তার। দিল্লির দায়িত্ব ছেড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হয়েছিলেন তিনি।

বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরু করেন গাঙ্গুলী। এবার সরাসরি কোচিংয়ে নাম লেখালেন তিনি।

এসি/