প্রত্যাশা ডেস্ক : ঢাকায় অবস্থানরত অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে সময় তার সঙ্গে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। খবর : ঢাকা ট্রিবিউন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
“ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০” শিরোনামের এই কনসার্টে করেছেন অস্কারজয়ী ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় কনসার্টটি। এর আগে গেয়েছে মাইলস ও সংসদ সদস্য মমতাজ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে কনসার্টের কার্যক্রম থমকে যায়। পরে বৃষ্টি থামে সাতটায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ আর রাহমানের সাক্ষাৎ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ