ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের

  • আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন। তার এই লন্ডন সফরকে সামনে রেখে বড় গণজমায়েত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে তারা।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর যুক্তরাজ্য আওয়ামী পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানাবেন। আগামী ২ অক্টোবর সোমবার পশ্চিম লন্ডনের একটি বড় হলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সভা করার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের। যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা খছরুজ্জামান খছরু জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ইতোমধ্যে লন্ডনে আসা সিলেট সিটির নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও তারা সমন্বয় করছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সুলতান মাহমুদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত। একটা সময় নেত্রী দীর্ঘদিন যুক্তরাজ্যে থেকেছেন। এদেশে বোন ও পরিবারের সদস্য ছাড়াও উনার কিছু আপনজন আছেন। লন্ডনে এলে নেত্রী একেবারেই পরিবার ও স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। আমরাও সেটা চাই। তবুও নেতাকর্মীদের প্রত্যাশার কারণে আগামী ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের কাছের হলে জনসমাবেশ হবে। এক প্রশ্নের জবাবে সুলতান শরীফ বলেন, প্রধানমন্ত্রী গত কয়েকটি সফরে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভায় ভার্চুয়ালী যোগ দিয়েছেন। তবে এবার নেত্রী সশরীরে যাবেন এটাই আমাদের আশা। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার সফরকালে বিক্ষোভ প্রদর্শন করবে যুক্তরাজ্য বিএনপি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের

আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রত্যাশা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন। তার এই লন্ডন সফরকে সামনে রেখে বড় গণজমায়েত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে তারা।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর যুক্তরাজ্য আওয়ামী পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানাবেন। আগামী ২ অক্টোবর সোমবার পশ্চিম লন্ডনের একটি বড় হলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সভা করার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের। যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা খছরুজ্জামান খছরু জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ইতোমধ্যে লন্ডনে আসা সিলেট সিটির নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও তারা সমন্বয় করছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সুলতান মাহমুদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত। একটা সময় নেত্রী দীর্ঘদিন যুক্তরাজ্যে থেকেছেন। এদেশে বোন ও পরিবারের সদস্য ছাড়াও উনার কিছু আপনজন আছেন। লন্ডনে এলে নেত্রী একেবারেই পরিবার ও স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। আমরাও সেটা চাই। তবুও নেতাকর্মীদের প্রত্যাশার কারণে আগামী ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের কাছের হলে জনসমাবেশ হবে। এক প্রশ্নের জবাবে সুলতান শরীফ বলেন, প্রধানমন্ত্রী গত কয়েকটি সফরে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভায় ভার্চুয়ালী যোগ দিয়েছেন। তবে এবার নেত্রী সশরীরে যাবেন এটাই আমাদের আশা। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার সফরকালে বিক্ষোভ প্রদর্শন করবে যুক্তরাজ্য বিএনপি।