নিজস্ব প্রতিবেদক হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব চিকিৎসা সরঞ্জামের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেয়া হয়েছে।
গতকাল রোববার অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। জানা গেছে, সরকারি পর্যায়ে হৃদরোগে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তবে তাদের অনেকে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্দ দিয়েছেন। অনুদানের এই টাকায় হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার কেনা হবে। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম। আর্থিক সহযোগিতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডা. আশ্রাফুল হক সিয়াম ঢাকাটাইমসকে বলেন, গরিব ও অসহায় রোগীদের জন্য হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী যে অনুদান দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। গরিব অনেক রোগীর স্বজনরা অনেক সময় চিকিৎসা করাতে পারেন না বিষয়টি অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন। এতে এখানকার চিকিৎসা সেবা আরও সহজ হবে এবং গরিব মানুষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর অনুদানে বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন গরিবরা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ