ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা : প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগ নেতার করা মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে পেকুয়া থানায় সোপর্দ করে র‌্যাব-৭। গ্রেফতার ফরহাদ হোসাইন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত মাস্টার নুরুল হোসাইনের ছেলে। জানা গেছে, গত ১৬ জুলাই পেকুয়ার মগনামা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভায় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তোলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বাদী হয়ে ইকবাল হোসাইন, ফরহাদ হোসাইন, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ পাঁচ জনকে আসামি করে পেকুয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

কক্সবাজার সংবাদদাতা : প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগ নেতার করা মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে পেকুয়া থানায় সোপর্দ করে র‌্যাব-৭। গ্রেফতার ফরহাদ হোসাইন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত মাস্টার নুরুল হোসাইনের ছেলে। জানা গেছে, গত ১৬ জুলাই পেকুয়ার মগনামা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভায় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তোলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বাদী হয়ে ইকবাল হোসাইন, ফরহাদ হোসাইন, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ পাঁচ জনকে আসামি করে পেকুয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।