নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
গতকাল মঙ্গলবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্যও একটি শুভেচ্ছা কার্ড দেওয়া হয়।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধি দলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ছিলেন। আবদুস সালাম আজাদ বলেন, আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য আলী হোসেন শুভেচ্ছা কার্ড দুটি গ্রহণ করেন।
এছাড়া বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমেদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি(কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা বিএনপির
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ