ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার টেস্ট রান মুশফিকের

  • আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নামের পাশে ৫৯৬১ রান নিয়ে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। অন্য ব্যাটারদের মতো তিনিও প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। মাত্র ১১ রান করেন। তবে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে হাল ধরেছেন। ৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পথে অনন্য এক মাইলফলকে নাম লেখান ডানহাতি ব্যাটার।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ২৬তম ওভারে ডেন পিয়েটের বলে পয়েন্ট দিয়ে চার মারেন মুশফিক। মাইলফলক ছুঁতে ২৮ রান লাগতো। ওই বাউন্ডারিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রান অতিক্রম করেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৯৩ ম্যাচ খেলছেন মুশফিক। দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ২৪ রানে ফেরার পর ক্রিজে নামেন তিনি। তারপর সিঙ্গেল ও ডাবলসে বাংলাদেশের হাল ধরেন। সুযোগ বুঝে চারও মেরেছেন। ২৬ বল খেলেছেন তিনি, নামের পাশে তার রান বেড়ে দাঁড়িয়েছে ৬০০৩। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। দল করেছে ৩ উইকেটে ১০১ রান। এখনও ১০১ রান পেছনে স্বাগতিকরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার টেস্ট রান মুশফিকের

আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক : নামের পাশে ৫৯৬১ রান নিয়ে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। অন্য ব্যাটারদের মতো তিনিও প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। মাত্র ১১ রান করেন। তবে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে হাল ধরেছেন। ৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পথে অনন্য এক মাইলফলকে নাম লেখান ডানহাতি ব্যাটার।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ২৬তম ওভারে ডেন পিয়েটের বলে পয়েন্ট দিয়ে চার মারেন মুশফিক। মাইলফলক ছুঁতে ২৮ রান লাগতো। ওই বাউন্ডারিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রান অতিক্রম করেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৯৩ ম্যাচ খেলছেন মুশফিক। দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ২৪ রানে ফেরার পর ক্রিজে নামেন তিনি। তারপর সিঙ্গেল ও ডাবলসে বাংলাদেশের হাল ধরেন। সুযোগ বুঝে চারও মেরেছেন। ২৬ বল খেলেছেন তিনি, নামের পাশে তার রান বেড়ে দাঁড়িয়েছে ৬০০৩। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। দল করেছে ৩ উইকেটে ১০১ রান। এখনও ১০১ রান পেছনে স্বাগতিকরা।