ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রথম দিনের অনুশীলনেই ঝামেলায় জড়ালেন রোনালদো

  • আপডেট সময় : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে পর্তুগাল। আর প্রথম দিনের অনুশীলনেই সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন বর্তমান সময়ের আলোচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে জোয়াও কানসালো মুখ ভার করে মাঠের একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। রোনালদো তার দিকে আস্তে আস্তে হেঁটে গিয়ে ঘাড়ের মধ্যে জোড়ে আঘাত করেন। তাতে ক্ষীপ্ত হন কানসালো। রাগে কয়েকবার ঘাড় ঝারা দেন তিনি। এরপর রোনালদো তাকে দুই হাত দিয়ে ধরেন। কিন্তু কানসালে এক প্রকার জোর করেই রোনালদোর হাত ছাড়িয়ে নেন। রোনালদো যখন বুঝতে পারেন কানসালো তার সঙ্গে স্বাভাবিক হতে রাজি নন, তখন সেখান থেকে চলে আসেন।
ধারনা করা হচ্ছে অনুশীলনে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সে কারণেই মুখ ভার করে ছিলেন কানসালো। তাকে শান্ত করার জন্য রোনালদো গিয়েছিলেন তার কাছে। কিন্তু কানসালো তখনও স্বাভাবিক হতে পারেননি রোনালদোর সঙ্গে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রথম দিনের অনুশীলনেই ঝামেলায় জড়ালেন রোনালদো

আপডেট সময় : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে পর্তুগাল। আর প্রথম দিনের অনুশীলনেই সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন বর্তমান সময়ের আলোচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে জোয়াও কানসালো মুখ ভার করে মাঠের একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। রোনালদো তার দিকে আস্তে আস্তে হেঁটে গিয়ে ঘাড়ের মধ্যে জোড়ে আঘাত করেন। তাতে ক্ষীপ্ত হন কানসালো। রাগে কয়েকবার ঘাড় ঝারা দেন তিনি। এরপর রোনালদো তাকে দুই হাত দিয়ে ধরেন। কিন্তু কানসালে এক প্রকার জোর করেই রোনালদোর হাত ছাড়িয়ে নেন। রোনালদো যখন বুঝতে পারেন কানসালো তার সঙ্গে স্বাভাবিক হতে রাজি নন, তখন সেখান থেকে চলে আসেন।
ধারনা করা হচ্ছে অনুশীলনে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সে কারণেই মুখ ভার করে ছিলেন কানসালো। তাকে শান্ত করার জন্য রোনালদো গিয়েছিলেন তার কাছে। কিন্তু কানসালো তখনও স্বাভাবিক হতে পারেননি রোনালদোর সঙ্গে।